সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক সদর ইউনিয়নের মধুকোনী গ্রামে বৃহষ্পতিবার ১ লা মে বিকেলে আল ফজল ফাউন্ডেশনের উদ্যোগে ছাতক পৌরসভা ও ছাতক সদর ইউনিয়নের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস ও মাদ্রাসা ছাত্রীদের মধ্যে বোরকা বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সহিদের সভাপতিত্বে এবং মাষ্টার ইয়াকুব আলী ও ছাতক পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাউয়া বাজার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ডাঃ শাখাওয়াত হোসেন জীবন’র পুত্র তায়িব হাসান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফারুক আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমদ।বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, জসিম উদ্দিন সালমান, সদস্য শহিদুর রহমান সোহেল, আল ফজল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খালেদ বিন শহীদ, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন, এডভোকেট রাহি তালুকদার, পৌর বিএনপি নেতা ফরিদ মিয়া, আশরাফুল হক খেলন, রশীদ মিয়া প্রমুখ। এ সময় উপস্হিত ছিলেন স্হানীয় মানিক মিয়া, কবির আহমদ মধু, সেলিম আহমদ, হেলাল আহমদ, জুমেল আহমেদ, নুরুল হক, জালাল উদ্দিন শান্ত, মুজিবুর রহমান সামছু মিয়া, মাহমুদ আলী, হাজি সিরাজুল ইসলাম, সামছুল ইসলাম, জাবের আহমদ, শফিক মিয়া, মঈন উদ্দিন, খোয়াজ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র/ছাত্রী বৃন্দ।