সেলিম মাহবুব,ছাতকঃ
মে দিবসে ছাতকে পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে বিকেলে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে র্যালীটি বের করা হয়। র্যালী শেষে ট্রাফিক পয়েন্ট এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাতক পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডাঃ হেলাল উদ্দিনের পরিচালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার। সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মোঃ শাহ আলম, ছাতক পৌর জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজ জাকির হোসেন, সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ওবায়দুল হক শাহীন, সিলেট জেলা জামায়াতে ইসলামীর সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক নিজাম মিয়া,সিএনজি- অটো শ্রমিক শাহজাহান মিয়া প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin