সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে সরকারিভাবে ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। ১ মে বৃহস্পতিবার ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক ইউনিয়ন বি-৮০, লাফার্জ-হোলসিম লিমিটেড শ্রমিক ইউনিয়ন, ছাতক উপজেলা প্রশাসন ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পৃথক র্যালী, আলোচনা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিলন মিয়া, সিএ জয়দেব চন্দ্র দেবনাথ, জিতেন বর্মন, আজাদ মিয়া, নুর ই আলম প্রমুখ। প্ল্যান্টে লাফার্জ-হোলসিম শ্রমিক নেতা শাখাওয়াত খাঁনের সভাপতিত্বে ও সিবিএ সাংগঠনিক সম্পাদক সাফাতুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য দেন লাফার্জ-হোলসিম লিমিটেডের প্ল্যান্ট কন্ট্রোলার যুবায়ের চৌধুরী, মানব সম্পদ কর্মকর্তা শাহরিয়ার চৌধুরী, কর্মকর্তা ফারজানা চৌধুরী, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, শ্রমিক নেতা একেএম আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক নেতা নুরুল গণি। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাজী আব্দুল হক। সিমেন্ট কারখানা শ্রমিক ইউনিয়ন বি-৮০ এর সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফি উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সিমেন্ট কারখানার শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক সিমেন্ট কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ড়াঃ ওয়াহিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিমেন্ট কারখানার অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউসুফ আলী। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মীয়া হোসেন, মাহিন চৌধুরী, আব্দুল কাদির, শাহ মোজাম্মেল হক রুহেল, শ্রমিক জাবেদ কাওছার, ইউসুফ মিয়া, মুজিবুল হক শাহীন, কামরুজ্জামান কামাল, মোঃ সুমন মিয়া, জামাল উদ্দিন, মোঃ আশরাফ হোসেন সেলিম, জাহাঙ্গীর আলম, আবু সুফিয়ান বাবুল, ইকবাল হোসেন প্রমুখ।