শিরোনাম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজান চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে খাবার বিতরণ কর্মসূচি ওয়েলসের স্নোডন পর্বত আরোহন করে চ্যারিটি ফান্ডরেইজিংয়ে অংশ নিলেন সুনামগঞ্জের সন্তান ইজ্জাদুর ছাতকে দৈনিক ইবি নিউজ পত্রিকার বর্ষপূর্তি পালন ছাতকের ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার ৩ ছাতকে রাজনৈতিক মামলায় এক যুবলীগ নেতা গ্রেফতার জাউয়া বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জাউয়া বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ যুক্তরাজ্যে মন্ত্রীত্ব হারালেন সিলেটের রুশনারা আলী চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণ হারালেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির জন্য সুনামগঞ্জের কৃষক সমাবেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)র প্রতি আহবান

স্টাফ রিপোর্টার / ৭৮ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

আগামী ৪-৬ মে ২০২৫ ইতালির মিলানে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক এর ৫৯তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভা সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে নাগরিক সমাজের পক্ষ থেকে গণমুখী ও পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগের দাবীতে সুনামগঞ্জে প্রতিবাদী সভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার বিকেলে সুনামগঞ্জের কালনার হাওরে কৃষক ও কৃষি শ্রমিকদের নিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, প্রতিবেশ ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমদসহ কৃষক কৃষানীরা অংশগ্রহন করেন।

হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি (হাউস), ক্লিন (কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক) এবং বিডাব্লিউজিইডি (বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট) এর যৌথ উদ্যোগে উক্ত সমাবেশে ধান কাটা বন্ধ রেখে কৃষক ও কৃষি শ্রমিকেরা যোগ দেন। এতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর ফসিল ফুয়েল ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) প্রকল্পে বিনিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ বলেন, “এডিবি ২,৮৮৪.৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ৪.৮৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এর মধ্যে ৮২.৯ শতাংশ অর্থ ব্যয় হয়েছে জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পে, মাত্র ২.৫৫ শতাংশ সৌরবিদ্যুতে এবং বায়ু বিদ্যুতে এখনো কোনো বিনিয়োগ হয়নি। প্রতি মেগাওয়াট জীবাশ্ম জ্বালানির প্রকল্পে গড় বিনিয়োগ ২.০৪ মিলিয়ন ডলার, যেখানে সৌরবিদ্যুতে মাত্র ০.৫১ মিলিয়ন ডলার।”

একইভাবে এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনিয়োগ করা হয়েছে, যেগুলো গ্যাসের অভাবে অচল সম্পদে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ফলে সরকারকে কোনো বিদ্যুৎ উৎপাদন ছাড়াই বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ দিতে বাধ্য হতে হবে।

প্রতিবেশ ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমদ , “বিশ্ব যখন নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রæত এগিয়ে যাচ্ছে, তখন এডিবির ফসিল ফুয়েল প্রকল্পে বিনিয়োগ করা জলবায়ু সংকটকে আরও তীব্র করছে এবং বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।”

সমাবেশে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব প্রকল্পে অগ্রাধিকারমূলক বিনিয়োগ নিশ্চিত করতে এডিবিকে আহ্বান জানানো হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ