শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

২৭ বছর পর পৌরসভায় অফিস ব্যবস্থাপনা বিষয়ের উপর কর্মশালার উদ্বোধন 

স্টাফ রিপোর্টার / ৩২২ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

প্রতিষ্ঠার প্রায় ২৭ বছর পর ছাতক পৌরসভার রাজস্ব খাতভূক্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দের মধ্যে অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা শুরু করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) পৌর সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম। উদ্বোধন শেষে পৌরসভার সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ধারণা স্টোর এন্ড লেজার ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন, রিসিভ এন্ড ইস্যুয়িং লেটারস এন্ড ম্যাটারিয়ালস, চাকুরী বিধি অনুযায়ী আচরণ, কর্তব্য কর্মে অবহেলা, দন্ডের বিধান ও নিষ্পত্তির প্রক্রিয়া, টিএ-ডিএ, মোটিভেশন, সময়ানুভর্তিতা ইত্যাদি বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোঃ শফিউর রহমান। এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম বলেন, ১৯৯৭ সালে পৌরসভা গঠিত হলেও কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস ব্যবস্থাপনা মূলক কোনও ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয় নি। আমি পৌরসভায় প্রশাসক হিসাবে যোগদানের পর দেখেছি যে, তাদের সেবা দেওয়ার যথেষ্ট মন মানসিকতা থাকলেও পদ্ধতিগত কিছুটা ত্রুটি বিরাজো মান রয়েছে। সেই বিষয় গুলোকে আমরা কিভাবে জনগণের মাঝে অল্প সময়ে সল্প খরচে দ্রুত সেবা দিতে পারি। তারা যাতে তাদের কর্ম স্পৃহা ফিরে পায় এবং কর্ম স্পৃহার সাথে জনগণকে তাদের সেবা দ্রুত গতিতে অতি সহজে দিতে পারে। অফিসের যেকোনও ফাইল ম্যানেজমেন্টগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে পারে। সে জন্য দীর্ঘ ২৭বছর পরে মৌলিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের এ আয়োজন করেছি। এটি তাদের মাঝে কর্মতৎপরতার পাশাপাশি তাদের উৎসাহ হিসাবে কাজ করবে। কর্মশালায় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালিক, উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, হিসাব রক্ষক কুলসুমা বেগম, কর নির্ধারক মোঃ শহীদুল হক মোল্লা, কর আদায়কারী মো.জামাল উদ্দিন, সহকারী কর আদায়কারী রতন চন্দ্র দে, উচ্চমান সহকারী শিলা রানী বড়ুয়া, সহকারী লাইসেন্স পরিদর্শক চন্দন কুমার বর্ধন, স্টোর কীপার অজিত কুমার দাস, মোঃ যুবরাজ মিয়া চৌধুরী, ইফতেহার আহমেদ, কনজারেভেন্সী সুপারভাইজার বিজয় পাল টিবলু, টিকাদান সুপারভাইজার লাভলী ব্যনার্জী, বাজার সুপারভাইজার সুব্রত হালদার, এমএলএসএস পরিমল চন্দ্র দাস, নিম্ন সহকারী ও কাম মুদ্রাক্ষরিক মো: আসাদুজ্জামান রতন, রুনা চৌধুরী, নক্সাকার আজিজুল হক, কার্য-সহকারী ফজলুল হক, জুয়েল লাল রায়, মোঃ হোসাইন আহমদ, মিকচার মেশিন অপারেটর ফাহিম আহমেদ ইমন, বিদ্যুৎ লাইনম্যান শশাংক মালাকার, বিদ্যুৎ হেলপার রতন কুমার দাস, মোঃ আব্বাস উদ্দিন, বিদ্যুৎ লাইনম্যান সুদীপ চন্দ্র কর, শাহ মো. টিটু, ফটোকপি অপারেটর আমিনুর রহমান, টিকাদানকারী কুন্তলা রানী রায়, শিল্পী রানী দে, দানিয়া নিজামী জন প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ