নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম সিলেটের সকল পাথরকুয়ারী খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের ১৭ টি পাথর কোয়ারি সহ সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, উৎমাছড়া, রতনপুর, বিছানাকান্দি ও লোভাছড়া পাথর মহালে ইজারা প্রদান কার্যক্রম স্থগিত করে সিলেটের সাথে বৈষম্য করা হচ্ছে। ১৭ টি পাথর কোয়ারি মধ্যে ৯০% সিলেটের পাথর কোয়ারি। সন্তোষজনক কোনো ব্যাখ্যা ছাড়াই সিলেটকে বাদ দিয়ে সকল পাথর কোয়ারিগুলো খুলে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মাধ্যমে সিলেটের পাথর কোয়ারি গুলোর ওপর নির্ভরশীল শ্রমিকদের প্রতি বৈষম্য করা হচ্ছে।
সরকারি পাথর কোয়ারির বাইরে ব্যক্তি মালিকানাধীন কোয়ারিগুলোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পুনরায় সুবিবেচনা করার জন্য আহ্বান জানান তিনি। পাশাপাশি সিলেটের লক্ষ লক্ষ শ্রমিক এবং ব্যবসায়ীদের কর্মস্থানের স্বার্থে এবং দেশের উন্নয়ন অবকাঠামো টেকসই ও মজবুত করতে যত দ্রুত সম্ভব পাথর কোয়ারি খুলে দিতে বর্তমান অন্তবর্তী কালীন সরকারের প্রতি আহ্বান জানান বদরুজ্জামান সেলিম।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin