মার্শাদুল ইভেন, পঞ্চগড়।
হারিয়ে যেতে বসা পালা গানকে উজ্জীবিত করতে এবার পঞ্চগড়ের লাঠুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন দিনের লোকনাট্য উৎসবের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমী। ২৩ শে এপ্রিল এই উৎসবের উদ্বোধন করেন, এস এম ইমাম রাজি টুলু , অতিরিক্ত জেলা প্রশাসক পঞ্চগড়। তিনি বলেন এখনকার সময়ের মানুষের মাঝে হারিয়ে যাওয়া পুরনো সংস্কৃতিকে ফিরিয়ে আনার এই প্রচেষ্টা, আশা করি তিন দিন ব্যাপী এই নাট্য উৎসবটি অনেক আনন্দ পাবে এখনকার মানুষেরা। এ সময় আরো উপস্থিত ছিলেন, ভূমিজ নাট্যগোষ্ঠীর কর্ণধার, সরকার হায়দার, দিশারী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, মো,রফিকুল ইসলাম, বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের, আব্দুর রহিম প্রমুখ। সৈয়দ জাকির হোসেন, কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমী পঞ্চগড়। তিনি উপস্থিতি সকল দর্শক ও নাট্য ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন,
দিন দিন যে অস্তিত্ব সংকটের সৃষ্টি হচ্ছে তা স্পষ্ট। গান নাচ আর সংলাপে এগিয়ে চলে নাট্য কাহিনী। পালায় রাজা, রানী, কতোয়াল, সৈন্য, সত্যপীর বা সাধক, দুষ্ট, জোকারসহ বিভিন্ন চরিত্র থাকে। হাসি, ঠাট্টা, দুঃখ, প্রেম, বিরহ থাকে পুরো আখ্যান জুড়ে। পুরুষরাই নারী সেজে করেন অভিনয়।
এ ধারার শিল্পিরা স্বল্পশিক্ষিত ও মজুর শ্রেণির। দিনের মজুরবৃত্তি আর রাতে করেন পালা। সামান্য যে সম্মানি মিলে তা দিয়েই চলে তাদের সংসারের চাকা। কেউ ২০ থেকে ৩০ বছর ধরে জড়িয়ে আছেন। এই পালাগানগুলি তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin