সেলিম মাহবুব,ছাতকঃ
সিলেট-ছাতক রেলপথে রেল চলাচল শুরু করতে দ্রুত রেল পথের সংস্কার কাজ চলছে। এ রেলপথে দূর্ঘটনা ও সংস্কার কাজে বাঁধা এড়ানো সহ রেলওেয়ের জমি দখল মুক্ত করতে চলছে উচ্ছেদ অভিযান।এ লক্ষে রেল পথের উপর ও রেলওেয়ের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার ২৯ এপ্রিল সকাল থেকে আফজালাবাদ রেলওয়ে স্টেশন এলাকা ও গোবিন্দগঞ্জ পয়েন্ট, গরুহাটা এবং আশপাশ এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে আধাপাকা, কাঁচা, খোলা বাজার সহ শতাধিক দোকান পাট উচ্ছেদ করা হয়েছে। রেলওেয়ের ডেপুটি কমিশনার ভূমি ও ইমারত, (উপসচিব) এবং বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন মাহমুদ সহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তা বৃন্দের উপস্থিতিতে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযানের সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির সহ থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ উপস্থিত ছিলেন।