গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ী দেওয়ান পাড়া এলাকায় আম ছিঁড়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তঃসত্ত্বা এক নারীসহ অন্তত ৮জন আহত হন। সংঘর্ষের ঘটনায় ৪ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর গর্ভে থাকা সন্তান মর্মান্তিকভাবে মারা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কাশিমপুর ৩ নং ওয়ার্ড গোবিন্দবাড়ী দেওয়ান পাড়া এলাকায় প্রতিবেশী জাহাঙ্গীর আলমের জমিতে থাকা একটি আম গাছ থেকে দুইটি আম ছিঁড়েন অন্তঃসত্ত্বা রোনিয়া আক্তার। জায়গাটি দীর্ঘদিন ধরে দেখাশোনা করছিলেন আলী আহম্মেদের পরিবার।
অভিযোগ উঠেছে, অনুমতি না নিয়েই আম ছিঁড়ার ঘটনাকে কেন্দ্র করে আলী আহম্মেদের পরিবারের সদস্যরা রোনিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে রোনিয়া আক্তারের স্বামী আলামিন ও তার পরিবার কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার মৃধার কাছে সামাজিক সমাধানের অনুরোধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।
আহত রোনিয়া আক্তার, তার শ্বশুর জামাল উদ্দিন, স্বামী আলামিন এবং দুই দেবর জয়নাল আবেদীন ও জাহাঙ্গীরকে মারধর করে আলী আহম্মেদ ও তার তিন ছেলে—বাছের, সুমন ও সুজন। এলাকাবাসীর সহায়তায় পুলিশে কল করলে ৯৯৯ নম্বরের মাধ্যমে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
চিকিৎসাধীন অবস্থায় রোনিয়া আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে তার চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, অভিযুক্ত আলী আহম্মেদের পরিবারও দাবি করেছে, সংঘর্ষে তাদের পক্ষ থেকেও কয়েকজন আহত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin