সেলিম মাহবুব,ছাতকঃ
সুনামগঞ্জে “জাতীয় আইন সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল নয়টায় সুনামগঞ্জ জেলা ও দায়রাজজ আদালত ভবন প্রাঙ্গণে লিগ্যাল এইড কমিটির আয়োজনে এই আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন। সহকারী জজ শম্পা ইসলাম’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্টাইব্যুনাল এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ, চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রুকন উদ্দিন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) তেহসিন ইফতেখার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত ) মোহাম্মদ কামাল খাঁন, জেলা লিগ্যাল এইড অফিসার মো.তৈয়ব উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডা.জসিম উদ্দিন,গভর্নমেন্ট প্লিডার এডভোকেট শামসুল হক, পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল প্রমুখ। আলোচনা সভার আগে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর একটি বর্ণাঢ্য র্যালীশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।