সিলেট বুলেটিন ডেস্ক:
সিলেটের দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারে আবাসিক হোটেলে আটকে অনৈতিক কাজ করানোর ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে শাহপরাণ থানা পুলিশ অভিযান চালিয়ে পীরেরবাজার এলাকার টিকরপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন শাহনাজ বেগম ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু। তারা টিকর পাড়ার বাসিন্দা। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৮ এপ্রিল ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরির প্রলোভনে শাহপরাণ মাজার গেট থেকে দুই কিশোরীকে শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু কক্সবাজারে নিয়ে যায়। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ওই দুই কিশোরীকে কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটক রেখে অনৈতিক কাজে বাধ্য করে। একপর্যায়ে দুই কিশোরী সিলেটে পালিয়ে আসে।
পরে তারা অসুস্থ হয়ে পড়লে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে রোববার রাতে শাহপরাণ থানায় মামলা করেন। মামলার এক দিন পর অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin