সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক পৌরসভার ৯ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমান সাধু'র স্মরণে সোমবার বিকেলে বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শোক সভা অনুষ্ঠিত হয়। বৌলা মহল্লার বিশিষ্ট মুরুব্বি, রাজনীতিবিদ আব্দুস শহীদের সভাপতিত্বে ও নাজিম মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি আয়না মিয়া, শামছুদ্দিন মিয়া, খলিলুর রহমান মানিক, সাবেক কাউন্সিলর হাজী ছালেক মিয়া, বখতিয়ার হোসেন বক্তার, পরিবারের পক্ষে শাহেদ আহমদ। সভায় এসময় স্হানীয় ইউসুফ আলী, ফজর আলী, আইন উল্লা, বদরুল ইসলাম, জমির মিয়া সহ উপস্থিত ছিলেন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin