নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শুটার আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে শাহপরান থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) বিকেলের দিকে নগরীর টিলাগড় এলাকা থেকে হান্নানকে গ্রেফতার করা হয়। রোববার (২৭ এপ্রিল) আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এম এ হান্নান শহরতলীর মেজরটিলা দক্ষিণ ইসলামপুরের ফাল্গুনী আবাসিক এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, হান্নানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় শাহপরাণ (রহ.) দুটি মামলা রয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আরো দুটি মামলা রয়েছে। রোববার তাকে আদলতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, যুবলীগ নেতা এমএ হান্নান সিলেটে অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। এমসি কলেজে ছাত্রলীগের হামলার সময় অস্ত্রহাতে তার ছবি ভাইরাল হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin