শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৬৯ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও দৈনিক আমার দেশ সম্পাদকসহ সকল সাংবাদিকদের উপর দায়েরকৃত করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টায় আমার দেশ পাঠকমেলার আয়োজনে সুনামগঞ্জ শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ শেরগুল আহমেদ এর সভাপতিত্বে ও আমার দেশ পাঠক মেলার সভাপতি মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন, আমার দেশ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসীম উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট শামস উদ্দিন, প্রেসক্লাবের সহ সভাপতি রওনক বখত, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল,পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাসার, শিক্ষাবিদ ফজলুল করিম সাঈদ, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ,দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন, পাঠক মেলার উপদেষ্টা নুরুল হাসান আতাহার, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মী এ, কে কুদরত পাশা, ওয়ারিওর অফ জুলাই সংগঠনের আহবায়ক ফয়সল আহমেদ, দৈনিক আজকাল পত্রিকার জেলা প্রতিনিধি, আমিনুল হক, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর, রাইজিং বিডি প্রতিনিধি মনোয়ার চৌধুরী, দৈনিক সুনামগঞ্জ খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়াকুব শাহরিয়ার, আমার দেশ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, ছাতক উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, শাল্লা প্রতিনিধি পাবেল আহমেদ,দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি শরীফ উদ্দিন মানিক, সাংবাদিক লিটন, পাঠক মেলার সদস্য জুবায়ের আহমেদ, আমিনুর রহমান পরান, নাঈম আহমেদ, আব্দুল হালিম, সফিউল ইসলাম, শামিম আহমেদ, গনতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ইলিয়াস আহমেদ, নাঈম আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একজন খাঁটি দেশ প্রেমিক মানুষ এবং মুক্তিযোদ্ধা। তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের শাসনামলে অন্যায়ের কাছে কোনদিন আপোষ করেননি। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ১৪০ টি মামলার আসামি ছিলেন, জেল খেটেছেন এবং দীর্ঘদিন নির্বাসনে ও ছিলেন। পাশাপাশি কুষ্টিয়ার আদালতে তিনি রক্তাক্ত হওয়ার পরও ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সাথে কোনদিন আপোষ করেননি। আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল। এক যুগ পর পুনরায় প্রকাশ হলে একের পর এক দুর্নীতির চিত্র তুলে ধরা হচ্ছে। মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালের এক লাখ কোটি টাকা পাচারের সংবাদ প্রচার করা হয়। সেই সংবাদই গাত্রদাহের কারন হয়ে দাঁড়ায় মোস্তফা কামালের। তিনি মাহমুদুর রহমানসহ কয়েকজন সাংবাদিককে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেন। ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামালের মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা। সেই সাথে মেঘনা গ্রæপের মালিককে দ্রæত গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, মেঘনা গ্রুপ কুমিল্লায় সাধারণ মানুষের জমি দখল করেছে। রাস্তাঘাট দখল করেছে। প্রতিবাদ করলেই মামলার ভয় দেখানো হয়। এমনকি হত্যাকান্ডের মত ঘটনা ঘটাতেও তিনি কুন্ঠাবোধ করেননা। মোস্তফা কামাল শেখ হাসিনার আমলে দেশ থেকে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছেন। ফ্যাসিবাদি শেখ হাসিনার শাসনামলে বেড়ে ওঠা মোস্তফা কামাল এখনও ধরাছোঁয়ার বাইরে। নতুন বাংলাদেশে মোস্তফা কামালের মত লোকদের আস্কারা দেয়া চলেবেনা। তার বিরুদ্ধে বর্তমান সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ