সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে ছাতক হাসপাতালে এ অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতালের ডাক্তারদের নিয়মিত অনুপস্থিতি, নার্স-ম্যাটস দিয়ে রোগীর প্রেসক্রিপশন করা, অপরিচ্ছন্ন রান্না ঘর, ঔষধ ও ভর্তি রেজিস্ট্রার ঠিকমতো মেইনটেইন না করার অভিযোগ প্রাথমিক ভাবে প্রতীয়মান হয় । তবে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহানের দাবী হাসপাতালে রোগী দেখার মতো ডাক্তার নিয়োগ নেই,৭ জন চিকিৎসকের মধ্যে ৫ টি পদ খালি। তাই সেবা দিতে গিয়ে অনেকটা বাধ্য হয়েই প্রশিক্ষণ প্রাপ্ত বৈধ নার্স-ম্যাটস দিয়ে নির্দিষ্ট চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া রান্নাঘরের সংস্কার কাজ চলমান এ ক্ষেত্রে কিছু অপরিচ্ছন্ন। হাসপাতাল সব রেজিস্ট্রার নিয়মিত মেইনটেইন করা হচ্ছে।