মুমিনুল ইসলাম মনিয়া – কানাইঘাট (সিলেট )প্রতিনিধি
কানাইঘাট থানা পুলিশ কর্তৃক সাজাপ্রাপ্ত ০১ জন আসামী ও নিয়মিত মামলার ০২ জন আসামী সহ মোট ০৩ জন আসামী গ্রেফতার
সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে এবং সেই সাথে মানুষের কল্যাণে পুলিশের নানাবিধ কাজের অংশ হিসাবে সিলেট জেলা পুলিশ সবসময় তৎপর রহিয়াছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের দিক নির্দেশনায় এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল আউয়াল এর নেতৃত্বে এসআই(নিঃ) হাফিজুর রহমান, এসআই(নিঃ) মোঃ মোরশেদ আলম, এএসআই(নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ইং ২০/০৪/২০২৫ তারিখ দিবাগত রাত্রে কানাইঘাট থানা এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে কানাইঘাট থানার মামলা নং-০১(০২)২৫ এর তদন্তে সন্ধিগ্ধ আসামী ১। বাহার উদ্দিন (৩০), পিতা-মৃত ইছহাক আলী, সাং-দূর্লভপুর, থানা-কানাইঘাট, জেলা-সিলেট, কানাইঘাট থানার মামলা নং-১১(০৪)২৫ এর এজাহারনামীয় আসামী ২। বিলাল আহমদ (৩৫), পিতা-আলী আহমদ, সাং-রাধানগর, থানা-কানাইঘাট, জেলা-সিলেট এবং দায়রা-৫৬১/১৩, সিআর-১২৫৫/২০১২ এর সাজাপ্রাপ্ত আসামী ৩। মোঃ আব্দুন নূর খান, পিতা-মৃত বশির উদ্দিন, সাং-নিজ দলইকান্দি (গাছবাড়ী নয়াগ্রাম), থানা-কানাইঘাট, জেলা-সিলেটদেরকে গ্রেফতার করেন। উক্ত আসামীদেরকে অদ্য ২১/০৪/২০২৫ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।