শিরোনাম
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। গোয়াইনঘাটের পিয়াইন নদীতে নৌকা ডুবে এক সিপাহী নিখোঁজ সুনামগঞ্জে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন টিমের উদ্যোগে শ্মশান ঘাটে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্হাপন গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ মার্স ন্যাশনাল টেকনিক্যাল ইন্সটিটিউট এর ড্রাইভিং লেভেল- ৩ কোর্সের চুড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত। আগামী নির্বচনের জন্য বিএনপি প্রস্তুত – নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে- আফরোজা খানম রিতা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজান চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে খাবার বিতরণ কর্মসূচি ওয়েলসের স্নোডন পর্বত আরোহন করে চ্যারিটি ফান্ডরেইজিংয়ে অংশ নিলেন সুনামগঞ্জের সন্তান ইজ্জাদুর ছাতকে দৈনিক ইবি নিউজ পত্রিকার বর্ষপূর্তি পালন ছাতকের ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

নবীগঞ্জে মারধোর করে এক যুবকের দেড় লাখ টাকা ছিনতাই 

স্টাফ রিপোর্টার / ১০০ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ উপজেলায় মুক্তাহার এলাকায় সেলিম মিয়া নামের এক যুবকের সোমবার (২১ এপ্রিল) সকালে মোটরসাইকেল এর গতিরোধ করে মারধোর করে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা আহত সেলিমের সাথে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং মোটরসাইকেল ভাংচুর করে। স্থানীয় লোকজন আহত সেলিমকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করান।

সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের মুক্তাহার গ্রামের মৃত তরিক উল্লার ছেলে সেলিম মিয়া (২৯) তার সহকর্মী অলক দাশকে সাথে নিয়ে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরস্থ এক্সিম ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে বাড়ীতে যাবার পথে একই গ্রামের মৃত তৈয়ব উল্লার ছেলে নুর ইসলাম ও তার ভাতিজা রায়হান মিয়া ও রাহিম মিয়া পুর্ব বিরোধের জের ধরে মোটরসাইকেলের গতিরোধ করে সেলিম মিয়া মারধোর করে। তাদের আঘাতে সাইকেল থেকে সিটকে পড়ে গেলে এলোপাতাড়ি ভাবে মারধোর শুরু করলে সে গুরুতর আহত হয়। এ সময় হামলাকারীরা সেলিম মিয়ার সাথে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত সেলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা করেন। এ ব্যাপারে সেলিম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিলে এসআই কাজল দেবনাথ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ