নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলায় মুক্তাহার এলাকায় সেলিম মিয়া নামের এক যুবকের সোমবার (২১ এপ্রিল) সকালে মোটরসাইকেল এর গতিরোধ করে মারধোর করে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা আহত সেলিমের সাথে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং মোটরসাইকেল ভাংচুর করে। স্থানীয় লোকজন আহত সেলিমকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করান।
সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের মুক্তাহার গ্রামের মৃত তরিক উল্লার ছেলে সেলিম মিয়া (২৯) তার সহকর্মী অলক দাশকে সাথে নিয়ে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরস্থ এক্সিম ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে বাড়ীতে যাবার পথে একই গ্রামের মৃত তৈয়ব উল্লার ছেলে নুর ইসলাম ও তার ভাতিজা রায়হান মিয়া ও রাহিম মিয়া পুর্ব বিরোধের জের ধরে মোটরসাইকেলের গতিরোধ করে সেলিম মিয়া মারধোর করে। তাদের আঘাতে সাইকেল থেকে সিটকে পড়ে গেলে এলোপাতাড়ি ভাবে মারধোর শুরু করলে সে গুরুতর আহত হয়। এ সময় হামলাকারীরা সেলিম মিয়ার সাথে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত সেলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা করেন। এ ব্যাপারে সেলিম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিলে এসআই কাজল দেবনাথ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।