সিলেট বুলেটিন ডেস্ক:
আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সম্প্রতি মন্ত্রণালয়ের সচিবদের কাছে একটি চিঠি পাঠিয়ে নির্দেশনা দিয়েছেন যে, সরকার নির্ধারিত অফিস সময়সূচির মধ্যে কোনো সভায় যোগদানের জন্য কর্মকর্তাদের সম্মানী গ্রহণ করা পরিহার করতে হবে।
ফাওজুল কবির খানের অধীন কাজ করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়। এই নির্দেশনা সকল সচিবদের কাছে পাঠানো হয়েছে, যার মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, রেলপথ সচিব এবং সেতু সচিব অন্তর্ভুক্ত।
এ বিষয়ে উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) সাইফুল ইসলাম জানিয়েছেন, নির্দেশনাটি মূলত রেগুলার মিটিংয়ের জন্য প্রযোজ্য এবং এই সময়কালে কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না। তবে, যে প্রকল্প বা বিশেষ কাজগুলো রয়েছে, যেখানে মিটিংয়ে সম্মানী গ্রহণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার রয়েছে, সেখানে এই নির্দেশনা প্রযোজ্য হবে না।
এই পদক্ষেপের মাধ্যমে সরকার পাবলিক সেক্টরের কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin