বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজা পরোয়ানাভূক্ত ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী-০১জন, সিআর সাজা পরোয়ানাভূক্ত ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী-০১জন, জিআর পরোয়ানাভূক্ত আসামী-০৩ জন সহ মোট ০৫জন আসামী গ্রেফতার।
জনাব মোঃ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, সিলেট মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ বিয়ানীবাজার থানা, সিলেট জনাব মোঃ আশরাফ উজ্জামান এর দিকনির্দেশনায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসআই/সৌরভ সাহা, এসআই/কাজী আশরাফুল হক, এসআই/মোফাখখারুল ইসলাম, এএসআই/মোহাম্মদ রিপন মিয়া, এএসআই/আহসান কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ জিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী আলা উদ্দিন প্রকাশ কালাই, পিতা-মইন উদ্দিন, সাং-রাঙ্গাউটি, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট ও সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী আবু সাইদ, পিতা-ফয়জুল হক, সাং-কাকরদিয়া, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট এবং জিআর পরোয়ানাভূক্ত আসামী ১। বদই মিয়া প্রকাশ বদরুল ইসলাম বদই (৩২), পিতা-রফিক মিয়া, সাং-উত্তর দুবাগ, ২। খালেদ আহমদ (২০), পিতা-সজল আহমদ, সাং-নয়া দুবাগ, ৩। সৌরভ আহমদ (২১), পিতা-বেলাল আহমদ, উভয় সাং-নয়া দুবাগ, সর্ব থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেটদেরকে গ্রেফতার পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।