সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক দ্রুত সময়ের মধ্যে পাকা বোরো ফসল কেটে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য সুনামগঞ্জ জেলায় আগাম বন্যাসহ পাহাড়ি ঢলে নিন্মাঞ্চলের হাওর এলাকা ডুবে যাওয়া ও কৃষিজমির ফসলি বোরো ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় সুনামগঞ্জের জেলা প্রশাসক দ্রুত পাকা বোরো ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকদের বার্তা দিয়েছেন। তাঁর এই বার্তা কৃষকদের মাঝে পৌঁছে দেয়ার জন্য গতকাল বৃহস্পতিবার ১৭ এপ্রিল দিনব্যাপী ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির ও ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খাঁন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের সাথে নিয়ে পৌরসভার বাঁশখলা গ্রাম, কালারুকা ইউনিয়নের তাজপুর, খুরমা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও, খুরমা দক্ষিণ ইউনিয়নের পরশপুর ও জাউয়াবাজার ইউনিয়নের সাদারাই গ্রামের ফসলি জমিতে কৃষকদেরকে সাথে দিনব্যাপী ধান কাটার উৎসবে অংশগ্রহণ করেন ও দ্রুত ধানকাটার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin