সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের দিক নির্দেশনা ও তত্বাবধানে সন্ত্রাসী, ছিনতাইকারি ময়নুল ইসলাম রানাকে(৩০) গ্রেফতার করেছে কোতোয়ালি থানার অধীনস্থ লামাবাজার ফাঁড়ি পুলিশ! গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুর আড়াই ঘটিকার সময় লামাবাজার ফাঁড়ি পুলিশের একটি টিম শেখঘাট পিছেরমূখ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রানার বিরুদ্ধে একাধিক ছিনতাই, মাদক ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা রয়েছে। এছাড়াও তার নামে ছাত্র আন্দোলনের মামলা( এজাহার নামীয়) আসামী বলে জনশ্রুতি আছে স্থানীয়ভাবে। ময়নুল ইসলাম রানা নগরীর কোতোয়ালি থানাধীন লালাদিঘীর পার ২৫ নং বাসার ফখরুল মিয়া ও সালমা বেগম দম্পতির পুত্র।
আটকের বিষয়টি সময় টিভি বাংলাকে নিশ্চিত করেছেন লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আলী। তিনি এই প্রতিবেদককে বলেন ময়নুল ইসলাম রানা একজন দূর্ধর্ষ সন্ত্রাসী, মাদকসেবী ও ছিনতাইকারী। তাকে গ্রেফতার করতে বিগত তিনমাস থেকে কষ্ট করেছি এবং সংশ্লিষ্ট এলাকায় সোর্স লাগিয়ে অবশেষে আটক করতে সক্ষম হই।