সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

দোয়ারাবাজারে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা 

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা’র অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ডাউকের-কড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ডাউকের-কাড়া গ্রামের মৃত ইলিয়াস আলীর স্ত্রী (বর্তমানে জিয়াউল হকের স্ত্রী) পাশের বাড়ির ভিকটিম কে হান্ডি পাতিল ধুয়ে দিতে ডেকে আনেন। একপর্যায়ে মৃত ইলিয়াস আলীর পুত্র মোহাম্মদ আলী সন্ধ্যা ঘনিয়ে আসলে নির্জনে পেয়ে শিশুটিকে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। পরে সুর চিৎকার শুনে বাড়িঘরের লোকজন এবং ভিকটিমের মা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় ওইদিন রাতেই ভিকটিম পরিবার দোয়ারাবাজার থানার একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ দিকে ধর্ষণের চেষ্টায় দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দেওয়ায় প্রভাবশালী ধর্ষক ও তার পরিবারের লোকজন ভিকটিমের নিরীহ পরিবারর মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। এবং ভিকটিম শিশুর বিরুদ্ধে উল্টো মোবাইল চুরির অভিযোগ এনে মামলা ভিন্ন দিকে নিয়ে যেতে মরিয়া হয়ে ওঠেছে।

স্থানীয়রা বলেছেন, ভিকটিমের পরিবার অসহায়। তার বাবা দিনমজুর। অন্যদিকে মোহাম্মদ আলীর পরিবার অত্যন্ত প্রভবশালী। তারা টাকা পয়সা বিলিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। জানতে চাইলে অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেছেন, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কে ধর্ষণের চেষ্টার ঘটনায় ডাক্তারী পরীক্ষা শেষে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ