বিয়ানীবাজার প্রতিনিধি:
পৌর বাস টার্মিনালের ফেলা ময়লা ট্রাকে তোলা হচ্ছে। এ দৃশ্য দেখে পথচারি, যানবাহনের যাত্রি ও স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এ যেন ভুক্তভোগী লাখো মানুষকে বাংলা নববর্ষের উপহার দিল পৌরসভা। ভুক্তভোগীদের দাবি ময়লা সরানোর এ প্রক্রিয়া যেন থেমে না যায়।
গত ৮ এপ্রিল এবিটিভি পৌর প্রশাসক ও ভুক্তভোগীদের বক্তব্য গ্রহণ করে “বিয়ানীবাজার পৌর মিনি বাস টার্মিনাল যেন ময়লার ভাগার, দুই যুগে হয়নি ডাম্পিং গ্রাউন্ড” এ শিরোনামে প্রতিবেদন করেছিল। এ প্রতিবেদন প্রচারের পর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার তড়িৎ ব্যবস্থা গ্রহণ করায় দুর্ভোগে আক্রান্ত পৌরবাসী ও সাধারণ মানুষের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন।
বিয়ানীবাজার পৌর সভার অর্থ ব্যয়ে সিলেট সিটি কর্পোরেশনের কারিগরী সহযোগিতায় বজ্যর্ অপসারণ শুরু হয়েছে জানিয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, সপ্তাহের টানা পাঁচদিন চলবে বর্জ্য অপসারণ কার্যক্রম।
দুই যুগে ডাম্পিং গ্রাউন্ডের মতো গুরুত্বপূর্ণ কাজ না হলেও পৌরসভা কোটি কোটি না ব্যয়ে নানা ধরনের অকাজ করেছে। যেগুলো এখন পৌরসভার গলার কাঁটা।