হরিপুর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর গেদূড়া ইউনিয়নের আটঘরিয়া গ্ৰামে জমি নিয়ে ইয়াসিন গ্রুপ ও মাহাতাব গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ১০-১২ জন। দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং উন্নত চিকিৎসার জন্য হরিপুরের বাইরে প্রেরণ। দুষ্কৃতকারীর অগ্নিসংযোগে ১৩/১৪ টি বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। এলাকায় ভয়াবহ অবস্থা বিরাজমান, অনেকেই না খেয়ে দিন কাটাচ্ছেন, বাড়িঘর থেকে গরু, ছাগল জিনিসপত্র এলাকা থেকে বাইরের আত্মীয়স্বজনের বাড়িতে গচ্ছিত রাখতেছে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় উপজেলার আটঘরিয়া গ্রামে ৪ বিঘা জমি নিয়ে ইয়াসিন গ্রুপ ও মাহাতাব গ্রুপের মাঝে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল। গতকাল শুক্রবার (১১ এপ্রিল/২৫) সকালে জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা ও উত্তেজিত অবস্থায় ধাওয়া-পাল্টা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে হরিপুর ও রানীসণকৈল উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একত্রে কাজ করেছেন। এ সময় লাঠিসোটা ও হাসুয়ার আঘাতে ১০ থেকে ১২ জন আহত হয়। আহতদের সুস্থতার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হরিপুরে ভর্তি করা হয় ।
এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন মারামারির খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হরিপুর, রাণীসংকৈল থানা পুলিশ ও বিজিপি একত্রে কাজ করছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন উত্তেজিত অবস্থা ও জনগণের জানমালের নিরাপত্তা জন্য ১৪৪ ধারা চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin