সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার বৃহৎ বাজার তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের পরিবেশ রক্ষায় ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আজ শনিবার দুপুরে বাজারের মেইন রোডে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন করেন বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ সময় সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, বাজারের পরিবেশ রক্ষায় বাদাঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশারের মালিকানাধীন ঈমন বেকারির সৌজন্যে তিনটি ডাস্টবিন প্রদান করেন। বাদাঘাট বাজারের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় ব্যবসায়ী আবুল বাশারের ন্যায় আরও বড়বড় ব্যবসায়ীরা আছেন এবং উদ্যোক্ত তারা আছেন উনারা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে বাজারের রাস্তা বা বোর্ডের ময়লা আবর্জনা থাকবে না। বাজারের পরিবেশও নষ্ট হবেনা। এবং আমরা বাজারবাসী ও এলাকাবাসীকে সাথে নিয়েই এই বাদাঘাট বাজারকে জেলা তোতা সিলেট বিভাগের গ্রামীণ হাটবাজারের মধ্যে একটি মডেল বাজার হিসেবে স্থাপন করব ইনশাল্লাহ। তিনি এসময় বাজারের ব্যবসায়ীদের কাছে অনুরোধ করে বলেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা রাস্তাঘাটে না পেলে ডাস্টবিনে খেলার জন্য। ডাস্টবিন স্থাপন কার্যক্রম উদ্বোধনের আগে মোনাজাত করেন বাদাঘাট জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, সহ সভাপতি আব্দুর রউফ, সমাজকর্মী গনেশ তালুকদার, আবুল বাশার, নুর মিয়া, সারোয়ার ইবনে গিয়াস, ব্যবসায়ী বশির আহমেদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin