মুমিনুল ইসলাম মনিয়া কানাইঘাট (সিলেট )প্রতিনিধি:
কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে প্রতিপক্ষ কর্তৃক সৌদি প্রবাসী আব্দুল মতিন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী সাবেক ইউপি সদস্য জিয়া উদ্দিন @ জিয়ন (৫৫) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গত বুধবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকা থেকে স্থানীয় ডাউকেরগুল গ্রামের মৃত আরব আলীর পুত্র জিয়া উদ্দিন @ জিয়নকে গ্রেফতার করতে সক্ষম হয়। গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃত জিয়া উদ্দিন @ জিয়নকে আদালতে সোপর্দ করে থানা পুলিশ।
প্রসজ্ঞত যে, পূর্ব বিরোধের জের ধরে গত ৯ মার্চ রবিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় কান্দলা বাজার থেকে ডাউকেরগুল গ্রামের মৃত জফুর আলীর পুত্র প্রবাসী আব্দুল মতিন তার ভাই-ভাতিজাদের নিয়ে বাড়ি ফেরার পথে কান্দলা গ্রামের আলমাছ উদ্দিনের বাড়ির পাশে কুখ্যাত অপরাধী একাধিক মামলার আসামী হাছন আহমদ ও তার ভাই রুবেল আহমদ, সাওয়ন আহমদ, ইসরাইল আহমদ, ইব্রাহিম আহমদ, তাদের মদদদাতা জিয়া উদ্দিন @ জইন মেম্বার সহ আরো কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হামলায় প্রবাসী আব্দুল মতিনের ভাই-ভাতিজা আরো বেশ কয়েকজন গুরুতর আহত হন।
পুলিশ প্রবাসী আব্দুল মতিন হত্যা মামলার অনেক আসামী পলাতক রয়েছে। জিয়া উদ্দিন সহ আরো এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, প্রবাসী আব্দুল মতিন হত্যা মামলার অপরাপর আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin