শেরপুর প্রতিনিধি:
শেরপুরে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
১০ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে জেলায় ৪৩টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার এসএসসিতে ১৪ হাজার ১০১ জন, দাখিলে ৩ হাজার ১৬ ও ভোকেশনাল পরীক্ষায় ১ হাজার ৩১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। জেলা শহরের কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল ৯ টা থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকগণ কেন্দ্রে ভীড় করেন। তবে কেন্দ্রগুলোর বাইরে এবার অভিভাবকদের ভীড় ছিল অন্যান্যের বছরের চেয়ে চোখে পড়ার মত। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশং সদস্যদের পরীক্ষা কেন্দ্র পাহারায় থাকতে দেখা গেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin