শিরোনাম
নীলফামারীর নীল কুঠির হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন লালনকন্যা সালমা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির(বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী-সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী নাহিদ।  ছাতকে থানা পুলিশের অভিযানে  ৪ জন আসামী গ্রেফতার   গোয়াইনঘাটে এসআই রাকিব ও এএসআই তানবীরেরর তত্বাবধানে বেপরোয়া চোরাচালান। টরন্টোতে বিল ব্লেয়ারের সঙ্গে চসিক মেয়র ডা. সাহাদাত হোসেনের বৈঠক সিলেট-১ আসনে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক মেয়র আরিফ হক চৌধুরী।  ময়মনসিংহে কোতোয়ালির থানার অভিযানে ১১০০, লিটার মদ উদ্ধার ১৫ জন গ্রেফতার…  চাঁদপুরে মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে জখম।  ধরলার তীব্র ভাঙনে ভিটেমাটি হারিয়েছে অর্ধশতাধিক পরিবার,ফসলি জমি বিলীন সিলেটের জেলা প্রশাসক আ’লীগের দোসর ডা. সুদর্শনকে নিয়ে উপজেলার বিভিন্ন দফতর পরিদর্শন
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে এবং আরও ভালো হবে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘সাধারণ মানুষ বলতাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। ওই রাস্তা থেকে হুনি, মানুষ বলতাছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন।’

 

বৃহস্পতিবার (১০এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আমাদের থানার নিজস্ব কিছু হাতিয়ারও আমরা হারিয়েছি। সবগুলো উদ্ধার হয়নি। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। সেগুলো উদ্ধার হলে পরিস্থিতির আরও উন্নতি হবে।’ তিনি পাল্টা প্রশ্ন রাখেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি কি আগের চেয়ে ভালো হয় নাই?’

 

সম্প্রতি দেশের দুটি বিভাগীয় শহরে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভকালে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাটের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঘটনা কিছু ঘটবে। আমরা প্রতিকার নিয়েছি কি না, সেটা দেখার বিষয়। যেসব জায়গায় ঘটনা ঘটছে, যারা এই অপকর্ম করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও কেউ যদি এ রকম অপরাধ করতে যায়, আমরা আইনের আওতায় নিয়ে আসব।’

 

শান্তিগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ জন্য সবাইকে সচেতন হতে। তাদের বলতে হবে, ভাই তোমাদের জন্য আমাদের থানার বদনাম হচ্ছে। কোথাও আগ্নেয়াস্ত্র ব্যবহার হলেই ব্যবস্থা নেওয়া হবে।

 

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরে বিকেলে সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বেলা সাড়ে তিনটার দিকে কৃষি উপদেষ্টা সদর উপজেলার দেখার হাওরের গোবিন্দপুর এলাকায় একজন কৃষকের প্রতীকী ধান কাটেন। এর মাধ্যমেই হাওরে বোরো ধান কাটার উদ্বোধন করেন তিনি।

 

সেখানে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘কৃষকের ধানের ন্যায্য দাম নিশ্চিত করা হবে। সরকার ধান কিনবে। ধান কেনায় কোনো সিন্ডিকেট হলে সেটি আমরা সোজা করে দেব।’ এরপর কৃষকদের সঙ্গে ফসল, হাওরের ফসল রক্ষা বাঁধ, ধানের দামসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মো. মুশফিকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ