শিরোনাম
ছাতকে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন ছাতকে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হরিরামপুরে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী- মুহাম্মদ জাহিদুর রহমানের নির্বাচনী প্রচারণা। সুনামগঞ্জে ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী ‘অভিযোজন এক্সপো’ মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া সাদা পাথর কান্ডে সিলেটের ডিসি,ইউএনও অপসারিত হলেও ওসি আদনান বহাল তবিয়ত! খুঁটির জোর কোথায়? গৃহস্থলী জ্বালানি গ্যাসের দাবিতে, ব্রাহ্মণবাড়িয়াতে চলতেছে মিছিল সমাবেশ। হরিরামপুরে বিএনপির রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে-আবুসাদাত ইমনেই চলছে চেয়ারম্যান-সচিববিহীন তোয়াকুল ইউপি, সেবা কার্যক্রম ব্যাহত ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির কমিটিতে ত্যাগীদের পরিবর্তে স্থান পেয়েছে আওয়ামী লীগের দোসররা! ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার আসামী ১২
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:০২ অপরাহ্ন

৪ কোটি মানুষ বাঁচে দিনে ১০০ টাকায়, এ কথা বলেই কাঁ’দ’লেন ড. ইউনূস

স্টাফ রিপোর্টার / ৯৮ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

মানুষের দুঃখ ক ষ্টের কথা বলতে যাইয়া ডক্টর ইউনূস আজ কেঁ দে ফেলেছেন সবার সামনে।

এর আগে কেঁ দেছিলেন আবু সাঈদের কথা বলতে যাইয়া।

সম স্যা হলো,অন্যান্য পলিটি’শিয়া’নদের মতো উনি কা’ন্না ম্যানেজ করতে পারেন না। কথা বলতে বলতে হুট করে থেমে যান। কথাই বলতে পারেন না।

মানুষের জন্য আমাদের পলি’টিশি:য়ানরা কখনোই কা’ন্নাকা’টি করেন নাই। উনারা কা’ন্নাকা’টি করেন নিজের পরিবারের জন্য, মেট্রোরেল বা উন্নয়নের জন্য, বড় জোর নিজের দলের কর্মীদের জন্য।

দেশ কতটা উন্নতি হয়েছে, কত মানুষ খা’ইতে পারতেছে, এসব বলে গর্ব করাই রাজনীতিবিদদের প্র্যাকটিস। দা’রি’দ্র লুকাইয়া ফেলো, মানুষ মরে সাফ হয়ে যাক, নিজের সম্মান ঠিক রাখো।

এই প্রথম কোন রাষ্ট্র প্রধান বিজনেস সামিটে উইঠা চোখের পানি ফেললেন, বললেন, আমার দেশের মানুষ দ’রি/দ্র।

আসলেই তো, এরচে সরল স্বীকারোক্তি আর কী আছে?

বাটার দোকান লুট হইছে স ন্ত্রা/সের জন্য না। গরী’বের জন্য। রিয়েলিটি হলো, এই দেশের কমপ’ক্ষে ৪ কোটি মানুষের দৈনিক ইনকাম ১০০ টাকার কম।

 

ক্যান ইউ ইমাজিন?

 

অথচ ইউনূসের এসবের দরকার ছিলো না।সে তো এলিট ক্লাসের মানুষ, ভালো ভালো কথা বলে নিজের ইমেজ ঠিক রাখতে পারতো। নিজের সম্মান, গাটস ঠিক রেখে শেষ করতে পারতো।

 

বাট উনি সেইটা করলেন না।

 

নিজের আত্মস’ম্মা’নবোধও এক প্রকার বিস’র্জনই দিলেন বোধহয়, কোন উন্নয়নের গল্প শোনান নাই, মানুষ অনেক ভালো আছে টাইপের মি”থ্যা বলেন নাই, স্বজন হা’রা/নোর বেদনা করেন নাই, খালি বলেছেন, আমার দেশের মানুষ খুব গরীব।

 

আমি এর আগে এই লোককে কখনোই এতো আন্তরিকতার সাথে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে ওউন করতে দেখিনি।

 

যুগে যুগে মানুষের দা’রি’দ্র ঢেকে রাজনৈতিক নেতারা নিজেদের ইমেজ রক্ষা করতেন।

এই প্রথমবারের মতো কোন রাষ্ট্রপ্রধান নিজের মানুষের দা’রি’দ্রকে ওউন করে নিজের ইমেজ বিস’র্জ ন দিলেন।

জুলাই শুধু আমাদের একটা প্রজন্মকেই বদলে দেয়নি, জুলাই খুব সম্ভবত ডক্টর ইউনূসকেও বদলে দিয়েছে অনেকখানি।

লিখেছেন © -সাদিকুর রহমান খান


এই ক্যাটাগরির আরো সংবাদ