স্বর্নজিত দেবনাথ:
সিলেট বিভাগে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হন।
নিহতদের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী। সাতজন সিএনজি-লেগুনা চালক ও আরোহী এবং পাঁচজন পথচারী। নিহতদের মধ্যে ২২ জন পুরুষ, তিনজন নারী ও দুইজন শিশু।
বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে সিলেট জেলায় ও কম ঘটে হবিগঞ্জ জেলায়। সিলেট জেলায় ১৪টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হন।
সুনামগঞ্জ জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৪১ জন আহত হন। মৌলভীবাজারে পাঁচটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ১৯ জন আহত হন। আর হবিগঞ্জ জেলায় দুই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন আহত হন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
ফেব্রুয়ারিতে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ১৪৪ জন আহত হয়েছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin