বরগুনা প্রতিনিধি :
বরগুনার বামনা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের লক্ষে আজ বুধবার (৯এপ্রিল) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরার সভাপতিত্বে এ সভায বক্তব্য রাখেন বামনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা। এসময় উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সেলিম মিয়া, সমাজসেবা অফিসার মাহমুল হাসিব, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন, বেগম বেগমুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাইফুল্লাহ মানসুর, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, বামনা সরকারী সাঃ মডেল উচ্চ বিঃ সিঃ শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, বামনা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু, আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিঃ শিক্ষিকা আকলিমা বেগম প্রমুখ। সভায় বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে সম্ভাব্য কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক আয়োজন এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin