শিরোনাম
নৌ-পুলিশের অভিযানে নৌকা ও চোরাই পাথরসহ আটক ২ মানিকগঞ্জে আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দক্ষিণ সুরমায় আব্দুল আহাদ খান জামাল দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে সুনামগঞ্জের মধ্যনগরে বিজিবি”র যৌথ অভিযানে চৌদ্দলাখ ৭০ টাকার অবৈধ ভারতীয় ব্লেজারের কাপড় আটক সিংগাইরে আইনগত সহায়তা বিষয়ক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত। সামনের দিনে দেশ আরো অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি -বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা। সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। কর্মসূচি পালন করেন বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ উদযাপিত। কোম্পানীগঞ্জে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে সিলেটে ভাঙচুর

স্টাফ রিপোর্টার / ১০১ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

সুনির্মল সেন -সিলেট:

ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরীতে কেএফসি রেস্টুরেন্ট ও জুতার কোম্পানি বাটার একটি শোরুমে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। সোমবার (৭ এপ্রিল) বিকালে নগরীর মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট ও দরগাগেইট এলাকায় বাটার শোরুমে ঘটনাগুলো ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে নগরীর মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে হামলা চালায় উত্তেজিত জনতা। এসময় রেস্টুরেন্টের ভিতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করে তারা। এ ঘটনার পর রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া আরেকদল উত্তেজিত বিক্ষুব্ধ জনতা নগরীর দরগা গেইট এলাকায় জুতার কোম্পানি বাটার একটি শোরুমে ভাঙচুর চালায়। ঘটনা গুলোর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীরা জানায়, নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের ঠাঁই এদেশে হবে না। এই কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করা হচ্ছে। এটি মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে। চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্বনেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নেয়ারও তারা আহ্বান জানান।

এর আগে, সিলেট মহানগরীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টের সামনে এসে জড়ো হয় উত্তেজিত বিক্ষুব্ধ জনতা।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, কেএফসিতে হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে নগরীর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও জনমনে থমথমে ভাব বিরাজ করছে এ রিপোর্ট লেখা পর্যন্ত।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ