পঞ্চগড় প্রতিনিধি:
চোখের সামনে কষ্ট দিয়ে শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছেন জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের শহীদ পরিবারের সদস্যরা। সেই সাথে তারা আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবি জানান। ওয়ারিয়রস অফ জুলাই ও জুলাই যোদ্ধা ইউনিটি আয়োজিত অবস্থান কর্মসূচীতে এসব কথা বলেন তারা। রবিবার দুপুরে শহীদ মিনারের সামনে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে ঘন্টাব্যাপি এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। জুলাই,শাপলা এবং পিলখানা গণহত্যার বিচারের দাবি ও আওয়ামীলীগ নিষেদ্ধের দাবিতে এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে বক্তব্য রাখেন শহীদ সাজু ইসলামের স্ত্রী শারমিন আক্তার, শহীদ সাগরের মা ছখিনা বেগম,শহীদ সুমন ইসলামের বাবা হামিদ ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক আল মাহমুদ, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি শাহ পরান, জেলা ওয়ারিয়ার্স অফ জুলাই এর সদস্য সচিব সাজেদুর রহমান, সংগঠক আতিকুর রহমান, রাব্বু প্রমুখ । অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা ওয়ারিয়ার্স অফ জুলাই আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ রানা। এসময় বক্তারা বলেন তপ্ত রৌদ্রে দাঁড়িয়ে জুলাই গণহত্যার খুনি শেখ হাসিনার এখনো বিচার চাইতে হচ্ছে। আর তিনি ভারতে আরাম আয়েসে আছেন। এটা হতে পারেনা। অনেকে খুনিদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছেন। এটা মেনে নেয়া হবেনা। তারা বলেন শাপলা চত্বরে হাজার হাজার আলেম কে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, পিলখানায় বিডিআর সদস্যদের হত্যা করা হয়েছে। আমরা হত্যার বিচার চাই। আওয়ামীলীগ একটা ভোট চোরের দল। ছাত্র হত্যাকারীর দল। এই দলকে নিষিদ্ধ করতে হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin