কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার গোমতী নদীর চড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬টি ড্রাম ট্রাক জব্দ করা হয় এবং মাটিকাটার সাথে জড়িতদায়ে একজনকে তিন মাসের কারাদণ্ড।
প্রশাসনের সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যৌথ অভিযানে গতকাল শনিবার (৫ এপ্রিল) রাতে গোমতী নদীর দুর্গাপুর স্পটে এই অভিযান চালানো হয়। সেখানে অবৈধ মাটি কাটার সময় ৬টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
এই ঘটনায় জড়িত মো. মহসীন নামের একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ও ৫(১) ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫(১) ধারায় তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গোমতী নদীর চর এবং বাঁধ থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বারবার অভিযান চালিয়েও তাদের থামাতে পারছিল না। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin