বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১১নং লাউতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে জলঢুপ উওর পাড়িয়া বহর গ্রামের ভূমিখেকোরা জোরপূর্বক প্রতিবেশির জমি ব্যক্তিগত নিজ স্বও্ব মালিকানাধীন রাস্তায় তপশীল বর্ণিত ভূমিতে দিন- দুপুরে ও রাতে অনধিকার প্রবেশ করা হয়েছে।
সরজমিনে গিয়ে জানা যায়,ভূমি খেকো মৃত শুয়াইবুর রহমানের ছেলে কাইয়ুম আহমদ প্রতিবেশি সাদিক হোসেন এপলুর পৈতৃক সম্পওি তার নিজস্ব চলাচলের পারিবারিক রাস্তায় ঢুকিয়ে অনধিকার ভূমিতে রাস্তা প্রসস্হ করছে।
সাদিক হোসেন এপলুর সীমানা প্রাচীনে দীর্ঘদিন থেকে সীমানা নির্ধারণের পিলার তুলে ফেলে তার আপন চাচাতো ভাই ভূমি খেকো মৃত সজ্জাদ আলী পুএ মাসুম আহমদ,মৃত সমস উদ্দিন কালা পুএ সইফ উদ্দিনসহ অজ্ঞাতনামা আর ও ৪/৫ জনসহ এলাকায় চিহ্নত পরধনলোভী ভূমিখেকো ও সন্ত্রাসীদের নিয়ে এপলু তপশীল বর্ণিত ভূমিতে অনধিকার প্রবেশ করে টিলা রকম ভূমি মাটি কাটা শুরু করে।
সাদিক হোসেন এপলু লোকমুখে সংবাদ শুনে সিলেট থেকে সরজমিনে গেলে কাইয়ুম আহমদ গং-কে এহেন কার্য হতে বিরত থাকার জন্য বাধা নিষেধ প্রদান করেন।
বিবাদী- কাইয়ুম আহমদ গং বাধা নিষেধ না শুনে তারা সাদিক হেসেনের উপর মারমুখী আক্রমণ করে এবং প্রাণে মারার হুমকি প্রদান করে। এপলু বিষয়টি স্হায়ীয় মুরব্বিয়ানগণকে অবহিত করেন। মুরব্বিয়ানগণের কাছ থেকে কোন সমাধান না পেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেস আদালত সিলেটে ২৯/২০২৫নং ফৌজদারী কার্যবিধি আইনে ১৪৪ধারা জারি করেন।
আদালতের নির্দেশে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ কাইয়ুম আহমদ গং-কে শান্তি শৃঙ্খলা বজার রাখতে আদালতে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন।
এই দিকে তাপশীল বর্ণিত থানা -বিয়ানীবাজার, মৌজা পাড়িয়াবহর, জে এল নং – ১৪৩, এস, এ খতিয়ান নং – ৪৩৬, এস,এ দাগ নং- ৫৯২, পরিমাণ : ০.৮৭ একর ও দাগ নং ৫৯৩, পরিমাণ ১.০২ একর বাগান রকম ভূমি এবং এস এ দাগ নং ৫৯১ পরিমাণ, ০. ৮০ একর বাগান রকম ভূমি।
চৌহাদ্দ:উওরে- এপলুর -নিজ ও শরীকানগণের ভূমি। দক্ষিণে -সাদিক হোসেন এপলুর পরিবারের পূর্ব পুরুষে দানকৃত পাঞ্জেগানা মসজিদ। পশ্চিমে-এপলুর- নিজ ও শরীকানগণ। পূর্বে- বিএস – দাগ নং ৫১৬, ভূমিখেকো মৃত শুয়াইবুর রহমানের ছেলে কাইয়ুম আহমদ এর পূর্বপুরুষ সংখ্যালঘু মানুষের ভূমি জোরপূর্বক জবর দখল এস.এ বর্তমান বি.এস ১/১ খতিয়ানে দৃশ্যমান। কাইয়ুম আহমদ এর বাপ,চাচা ও চাচাতো ভাইরা পরধনলোভী এলাকায় জাল জালিয়াতি কাগজ করে বিভিন্ন সময় ভূমিখেকো মত জোরপূর্বক জায়গা দখল করে। এবং এপলু পরিবারের ভূমি কাইয়ুম আহমদের বাপ,চাচা -কে ভূমি দেখা শুনান জন্য দেওয়া হলে বর্তমানে ভূমি খেকো মত জোরপূর্বক জায়গা দখল করে।
জে এল নং ১৪৩,মৌজা পাড়িয়াবহর, খতিয়ান নং ২৪৮, এস.এ দাগ ৯৬, বর্তমান বি.এস দাগ ১১৭ জমি পরিমাণ ৪০শতক চারা বাগান রকম জয়গা রোপন করা গাছ পালা বাঁশ কর্তন করিয়া চার সাপ্তাহ আগে একলক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় করে লোক মুখে জানতে পারলাম ভূমিখেকো কাইয়ুম আহমেদ আপন চাচাতো ভাই মৃত আয়াজ আলী পুএ জয়নাল আহমদ,
মৃত সজ্জাদ আলী পুএ মাসুম আহমদ,মৃত সমছ উদ্দিন কালা পুএ সইফ উদ্দিন-সহ তাদের পরিবারিক শিক্ষা পরে জায়গা -সম্পওি জোরে বলে দখল করে নেওয়া তাদের পেশা ও নেশা।
এলাকার প্রবীণ মুরব্বীরা বলেন দাঙ্গাবাজ,জবর দখলবাজ লোক পরধনলোভী, ভূমি খেকো এলাকায় চিহ্নত সন্ত্রাসী প্রকৃতি লোক হন তারা। তাদের ভয় এলাকায় কেউ মুখ খুলা সাহস পায়নি,ভূয়া জাল জালিয়াতি কাগজ করে ভূমি জবর করা তাদের পেশা ও নেশা। আপনারা চোখ রাখুন আগামী সংখ্যক ভূমিখেকো খুটি জোর কোথা প্রকাশ হবে।