সিলেট বুলেটিন ডেস্ক:
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি ডিলাক্স পরিবহনের একটি বাস খাদে পড়ে মির্জা আবদুল মোহিত বেগ (৫৮) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে।
মানিকগঞ্জের গোলোড়া হাইওয়ে থানার পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স পরিবহনের একটি বাস আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সুতিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। তাতে ঘটনাস্থলেই মোহিত মারা যান। আহত হন অন্তত ছয়জন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল সারোয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতের লাশ গোলড়া হাইওয়ে থানায় আনা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মোহাম্মদ সোহেল সারোয়ার আরও বলেন, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সুপারভাইজারসহ চালকের সহকারীকে আটক করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin