রাজবাড়ী প্রতিনিধি :
বাড়িভর্তি মেহমান। সাজানো হয়েছে বড় প্যান্ডেল। রান্নার সব আয়োজনও সম্পন্ন। ছোটভাই রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানে গায়ে রঙ মেখে অন্য শিশুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে মিম (১১)। তবে এ আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় মিমের। আনন্দের সুন্নতে খতনার অনুষ্ঠান মূহুর্তেই রুপ নেয় বিষাদে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে। মিম ওই গ্রামের ড্রেজার শ্রমিক দুলাল শেখের মেয়ে। সে স্থানীয় বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো।
মিমের প্রতিবেশী জুয়েল মোল্লা বলেন, ‘বৃহস্পতিবার মিমদের বাড়িতে তার ছোটভাই রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠান ছিল। তাদের বাড়িতে অনেক মেহমান আসে। রান্নার সব আয়োজন সম্পন্ন করা হয়। অনুষ্ঠান উপলক্ষ্যে মিম সকাল থেকেই গায়ে রঙ মেখে অন্য শিশুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে। সকাল সাড়ে ১০ টার দিকে সে ৮ থেকে ১০ জন শিশুর সঙ্গে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে নামে। অন্য শিশুরা গোসল শেষে উঠে এলেও মিম আসেনা। সঙ্গে থাকা অন্য শিশুরাও বিষয়টি খেয়াল করেনা। প্রায় দেড় ঘন্টা পর মিমকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা ওই পুকুরে গিয়ে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে দুপুর সোয়া ১২ টার দিকে পুকুরের পানির নিচে ডুবন্ত অবস্থায় মিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে অনুষ্ঠান বাড়ির আনন্দ শোকে পরিণত হয়েছে। এ ঘটনায় আমরাও খুব মর্মাহত।’
আরেক প্রতিবেশী ওহাব মোল্লা বলেন, ‘রাব্বির সুন্নতে খতনা উপলক্ষে বুধবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সেখানেও মিম নতুন হলুদ শাড়ি পড়ে সাজগোজ করে আনন্দে মেতে ওঠে। সকালে ঘুম থেকে উঠেই সে গায়ে রঙ মেখে আনন্দে মেতে ওঠে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলোনা। সাঁতার না জানার কারণে মিম পানিতে ডুব দিয়ে হয়তো আর উঠতে পারেনি। একমাত্র মেয়ের আকস্মিক মৃত্যুতে দুলাল ও তার স্ত্রী কাঁদতে কাঁদতে বার বার মূর্ছা যাচ্ছে। এ দৃশ্য দেখার মতো না।’
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin