কয়রা, খুলনা প্রতিনিধি:
খুলনার কয়রায় বাথরুম মেরামত করে দেওয়ার কথা বললে মিস্ত্রী ও তার লোকজনদের দ্বারা হামলার শিকার হয়েছে মালিক পক্ষ। ২ এপ্রিল বুধবার সকালে বাগালী ইউনিয়নের উলার মোড় নামক বাজারে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান উপজেলার মহেশ্বীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের তাজেল সানার পুত্র রোকন সানা একই গ্রামের রাজ মিস্ত্রী মৃত জাবের সরদারের পুত্র বকুল সরদারকে দিয়ে ১ বছর পূর্বে পাকা বাথরুম তৈরী করে নেয়। তবে এটা নিচু করে তৈরী করে দেওয়ায় তা ব্যবহার করতে অসুবিধা হচ্ছে বিধায় তার এই সমস্যাটুকু ঠিক করে দেওয়ার জন্য রাজ মিস্ত্রী বকুলকে বার বার বলা হলে সেটা ঠিক করে দেওয়া হবে বলে জনায় সে। সম্প্রতি ঐ রাজমিস্ত্রী রোকন সানাকে বালু সিমেন্ট টাইলস কিনতে বলেন। তার কথা মতো তিনি সংস্কারের জিনিষপত্র ক্রয় করেন। ক্রয় করার পরেও মিস্ত্রী ঠিক করে না দিয়ে বিভিন্ন তালবাহনা করতে থাকেন। এমনকি মেরামত না করে দিয়ে বারবার ঘুরাতে থাকেন। বুধবার সকালে উলা বাজার মোড়ে চায়ের দোকানে রাজ মিস্ত্রী বকুলকে এটা মেরামত করে দেওয়ার কথা বললে। মিস্ত্রী ক্ষিপ্ত হয়ে চায়ের দোকান থেকে বের হয়ে তার লোকজনকে ফোন করলে তার ভাই ডব্লিউ সহ একই গ্রামের মিন্টু হাসান, হোসেন,বাবু, আলামিন সহ ৭/৮ টি মোটরসাইকেল যোগে এসে রোকন সানাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে আহত করে। এ সময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে তাদেরকেও মারপিট করা হয়। এত কিছুর পরেও প্রকাশ্য বাজারে এ নিয়ে বাড়াবাড়ি করলে ক্ষতি হবে বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়। এতে ভীত হয়ে পড়ে রোকন সানা সহ মারপিটে আহত ব্যক্তিরা। তারা দুষ্কৃতকারী লোক হওয়ায় প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানান রোকন সানা ও স্থানীয় ব্যবসায়ীরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin