সিলেট বুলেটিন ডেস্ক:
সিলেট এয়ারপোর্ট থানার এসআই প্রণজিৎ মন্ডল সঙ্গীয় ফোর্সদের সহায়তায় এয়াপোর্ট থানাধীন বড়শালা বাইপাসে চেকপোস্ট করাকালে সিলেট শহরগামী একটি সাদা প্রাইভেট কার থামার জন্য সিগন্যাল দিলে পুলিশের সিগন্যাল অমান্য করে সিলেট শহরের দিকে দ্রুতগতিতে গাড়িটি চলে যায়। প্রাইভেট কারের গতিবিধি সন্দেহ হওয়ায় পিছনে ধাওয়া করলে সিলেট ক্যাডেট কলেজ এর ০১নং গেইটের সামনের রাস্তায় প্রাইভেট কারটি ফেলে রেখে প্রাইভেট কারে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন আসামীরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে প্রাইভেটকারটি বিধি মোতাবেক তল্লাশী করে প্রাইভেট কারের পিছনে ডালার ভিতর হতে মোট ৬২ (বাষট্টি) বোতল বিদেশীমদ, যার আনুমানিক মূল্য ৩৯,৫০০, টাকা এবং মাদক বহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এসংক্রান্তে এয়ারপোর্ট থানার মামলা নং-০১, তাং-০১/০৪/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ)/৩৮/৪১ রুজু হয়।