,মিঠাপুকুর প্রতিনিধি :
রংপুরের মিঠাপুকুর উপজেলার মুশাপুর স্মার্ট ক্লাবের আয়োজনে ঈদ পূর্ণমিলনী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন সকাল ১০ টার সময় মুশাপুর দাখিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আব্দুল হালিম মন্ডলের সভাপতিত্বে মুশাপুর স্মার্ট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ এনামুল হক,সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোকলেছুর রহমান, সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং ওয়ার্ড,মোছাঃ ফাওদিয়া লায়লা,অবসর প্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সুবেদার, মোঃ আজাদুল মন্ডল,সারাদিন ব্যাপি বিভিন্ন ধরনের খেলা ধুলা অনুষ্ঠিত হয়, এই অনুষ্ঠানে প্রায় হাজার খানেক প্রতিযোগী অংশগ্রহণ ও কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মহিলাদের উপস্থিত ছিল বেশ চোখে পড়ার মতো,
এসময় মুশাপুর স্মার্ট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান তার বক্তব্যে সদস্যদের ঈদের শুভেচ্ছা বিনিময় ও একসাথে মিলেমিশে কাজ করার জন্য ক্লাবের সদস্যদের প্রতি আহ্বান জানান। পরিশেষে সকাল বিজয়ীদের অভিনন্দন এ সকল দর্শকদের ধন্যবাদ জানিয়ে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin