শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সিলেটে ভাই হয়ে বোনের কাছে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি, শংকিত প্রবাসী পরিবার ! পীরগঞ্জে স্কুল শিক্ষকের রাজস্বীক বিদায় ছাতকে ভারতীয় চিনি সহ এক চোরাকারবারি গ্রেফতার  মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক”অমল”গ্রেফতার শাল্লায় বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে  গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে এস আই রাকিবের তত্বাবধানে বেপরোয়া চোরাচালান বানিজ্য একাধিক মামলার আসামি শুটার হান্নান কারাগারে সিলেটে পরিবেশগত কারণে কোয়ারির ইজারা স্থগিত দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার  সীমান্ত এলাকা থেকে ১১টি ভারতীয় গরু আটক
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

ঈদের ছুটিতে জাফলংয়ে আগত পর্যটকদের সেবায় ছাত্রদল

স্টাফ রিপোর্টার / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি::

ঈদুল ফিতরের ছুটিতে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ে আগত পর্যটকদের সেবায় এগিয়ে এসেছে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদল।  প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি টিম স্বেচ্ছা শ্রমের মাধ্যমে সপ্তাহব্যাপি ভ্রমণপিয়সীদের সহযোগিতায় মাঠে কাজ করছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের ২০ জন নেতাকর্মী ৪টি ভাগে বিভক্ত হয়ে পর্যটনকেন্দ্রের গুরুত্বপূর্ণ স্থানে পর্যটকদের বিভিন্ন সতকর্তা ও সেবার হাত বাড়িয়ে দিচ্ছেন। এ সময় দুর-দুরান্ত থেকে আগত পর্যটকদের সাঁতার না জানলে পানিতে না নামা এবং কোনভাবেই ভারতের সীমানা অতিক্রম না করার ও তাদের সাথে থাকা শিশুদের হাত না ছাড়ার আহ্বান জানানো হয়। একই সাথে পাহাড় বেয়ে আসা ক্লান্ত পথচারীদের হাতে কোমল পানি তুলে দেন তাঁরা।

এতে ভ্রমণে আসা পথচারীও তাঁদের সহযোগিতা পেয়ে প্রশংসা করেন। মঙ্গলবার (০১ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে পর্যটনকেন্দ্র জাফলংয়ের বিভিন্ন স্থানে তাঁরা ঘুরে ঘুরে পর্যটকদের সতর্ক ও সেবা প্রদান করেন। সপ্তাহব্যাপি কার্যক্রমের প্রথম দিনেই উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক সাব্বির আহমদ সুজন, সিলেট জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রব, উপজেলা ছাত্রদল নেতা সাদেক আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবের আহমদ, পূর্ব জাফলং ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য কামাল রাজা, মহিন আহমদ, ফারহান, মিলন, আনোয়ার, সাগর দেব, ইব্রাহিম আহমদ, সাগর আহমদ, নাইম আহমদ, আসিফ আহমদ, সাদিক আহমদ, রাসেল, সাবেল, ছাত্রনেতা, সাইদুল, ইকবাল, তুর্জয় প্রমুখ।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকে। মানুষের কল্যাণে কাজ করতে সর্বদা প্রস্তুত রয়েছে ছাত্রদল। আপনারা জানেন, জাফলং পর্যটনকেন্দ্র একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। প্রতি ঈদ মৌসুমে এখানে লাখো পর্যটকের সমাগম হয়। প্রশাসনের পক্ষ থেকে এসব পর্যটকদের নিরাপত্তা দেয়া খুবই কষ্টকর হওয়ায় আমরা ছাত্রদলের পক্ষ থেকে সম্মানীত পর্যটকদের সেবা দিতে সপ্তাহ ব্যাপি পর্যটক সহায়তা টিম গঠন করেছি। ঈদ মৌসুমে পর্যটকরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারেন এ লক্ষে আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বেচ্ছায় কাজ করে যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ