সিলেট বুলেটিন ডেস্ক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল হাকিম মোল্ল্যার ওপর অভিমান করে রুনা আক্তার (২১) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (৩১ মার্চ) সকালে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালিয়া মোল্ল্যা বাড়িতে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।এটা হত্যা নাকি আত্মহত্যা এই নিয়ে চলছে এলাকায় গুঞ্জন। তবে তদন্ত সাপেক্ষে রহস্য উদঘাটন করবে বলে জানিয়েছেন থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুনা আক্তারের স্বামী মো. হাকিম মোল্ল্যা সকালে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে ঈদগাহ মাঠে চলে যান। নামাজ শেষে অনুমান ৯ ঘটিকায় বাড়ীতে এসে দেখে ঘরের দরজা বন্ধ। পরবর্তীতে অনেক ডাকাডাকি করেও যখন ঘরের দরজা খোলছেনা তখন তার ডাকা চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে রুনা আক্তার খাটের উপর সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, স্বামী সাথে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন রুনা আক্তার। লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আসল কারন জানা যাবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin