সিলেট বুলেটিন:
ঈদ-উল ফিতর উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামূল কবীর চৌধুরীর । এক মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশ ও বিদেশের সকল ধর্ম প্রাণ মুসল্লিদের মাঝে ভয়ে আনোক অনাবিল আনন্দ উল্লাস,
এনামূল কবীর চৌধুরী বলেন দেশের সর্বস্তরের মানুষের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে আর আমরা দেশবাসী সকলে মিলে মিশে আনন্দ উল্লাস করবো একে ওপরের পাশে থাকবো
এনামূল কবীর চৌধুরী আরো বলেন, পবিত্র ঈদের এই দিনে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের সুখানন্দ এবং দুঃখ-কষ্ট ভাগ করে নেই।
সবশেষে তিনি আরো বলেন, প্রিয় দেশবাসীর প্রতি আহ্বান করছি এবং আমি আমার নিজের পক্ষ থেকে আমি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সঙ্গে আমি সবাইকে আবারও আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।