নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীতে ৪৬৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। আজ রোববার (৩০ মার্চ) সকাল ৬টার দিকে মালনীছড়া চা-বাগানের ভেতর থেকে চিনির বস্তা গুলো উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয়েছে তিনটি ট্রাক।সিলেট জেলা ট্যুর প্যাকেজ
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম সিলেটভিউকে জানান, সকাল ৬ টার দিকে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী তিনটি ট্রাককে বড়শলা বাইপাস এলাকায় চেকপোস্টের সিগন্যাল অমান্য করে দ্রুত বেগে সিলেট শহরের দিকে চলে যেতে থাকে। পুলিশ ট্রাক গাড়িগুলোর পিছু ধাওয়া করলে চিনি ভর্তি ট্রাক তিনটি মালনীছড়া চা-বাগানের ভিতর রেখে চালকরা ও ট্রাকে থাকা লোকজন দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঐ তিন ট্রাক হতে ৪৬৭ বস্তা অবৈধ ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৫ হাজার ৯৬০ টাকা এবং চোরাচালান কাজে ব্যবহৃত ৩টি ট্রাক উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin