সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

সামাজিক সংগঠন “স্বাস্থ্য সেবায় আমরা” এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। 

স্টাফ রিপোর্টার / ৩৪ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

মানিকগঞ্জ  প্রতিনিধি:

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের আজিমনগর, লেছড়াগঞ্জ, সুতালড়ী ইউনিয়ন এর কর্মহীন ও অসহায় ৬০ টি পরিবারের মাঝে “স্বাস্থ্য সেবায় আমরা” সামাজিক সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা কার্যক্রম সম্পন্ন করা হয়। শনিবার এবং রবিবার (২৯-৩০মার্চ ) দুই দিন চরাঞ্চলের ৩টি ইউনিয়ন এর কর্মহীন ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেন।

 

ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, লাচ্ছা সেমাই,লাম্বা সেমাই , চিনি, গুড়া দুধ।  চরাঞ্চলের দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে নিম্ম আয়ের মানুষের অধিকাংশেরই ঈদ সামগ্রী কেনার সর্মথন হয় না। মানবিক দৃষ্টিকোণ সংঠনটির পক্ষ থেকে ৬৯ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির সদস্য, আব্দুল রহমান, মামুন শিকদার, রুবেন, মো. শহিদুল ইসলাম, মো.নাসির উদ্দিন, সুজন,রাসেল,লায়েজ, রাসেল, রিদয় উপস্থিত ছিলেন ।

সংগঠনের কর্মীরা বলেন, এসময় সমাজের বিত্তবান ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। সংস্থাটি পক্ষ থেকে জানানো হয়, কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানোর একটি প্রয়াস।

মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। উৎসব সবার। উৎসবে আমাদের সবাইকে সামর্থ্য ভাগাভাগি করতে হবে। ঈদের আনন্দ থেকে সমাজের বিশাল অংশকে বঞ্চিত করে কোনভাবেই ঈদকে কেবল সামর্থ্যবানদের উৎসবে পরিণত করা যাবে না। তারা আরোও বলেন, সমাজের বিত্তবান মানুষের কাছে আহ্বান জানাই, অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান এবং তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সারা দেশে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক।

অন্যান্য সময়ের মতো পবিত্র রমজান মাসেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।স্বাস্থ্য সেবায় আমরা একটি সমাজসেবামূলক সংগঠন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এ সংগঠন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ