কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের কয়েকটি গ্রামে আজ রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতরের জামাত অনিুষ্ঠিত হয়েছে। জেলার ৫টি উপজেলার ৫টি গ্রামে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ, শিশু-কিশোর ঈদের নামাজ আদায় করেন।
এদিন সকাল ৯টায় জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা ও ছিট পাইকের ছড়া গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করে। এ ছাড়া ঈদের নামাজ আদায় করেন ফুলবাড়ি উপজেলা সদর ইউনিয়নের মাঝিটারী, রাজিবপুর উপজেলার করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা মাঠ, চিলমারী উপজেলার অস্টমীরচর ইউনিয়নের হাজিপাড়া দারুসুন্নাহ মাদ্রাসা ও ইতিম খানা ঈদগা মাঠ এবং রৌমারী উপজেলার গয়টাপাড়া গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
ভূরুঙ্গামারীর পাইকডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত ঈদের নামাজের ঈমাম সাইফুল ইসলাম বলেন, আমরা চাঁদ দেখে সিয়াম শুরু করি এবং চাঁদ দেখে সিয়াম শেষ করে ঈদ পালন করে থাকি। পৃথিবীর যে কোনো যায়গায় চাঁদ উঠলেই হলো। দুটি নিয়ম চালু আছে চাঁদ দেখা অথবা চাঁদ ওঠার খবর শোনা। আমরা চাঁদ ওঠার সম্পর্কের সঙ্গে রোজা ও ঈদ পালন করে আসছি।
রজিপুর করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নামাজের ইমাম আব্দুল হাকিম জানান, প্রতি বছরের মতো এবারও সুন্দর পরিবেশে ঈদুল ফিতরের নামাজ আদায় সম্পন্ন হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত ছিল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin