নিজস্ব প্রতিবেদক,
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ বিদেশের সর্বস্তরের জাতীয়তাবাদী বিএনপি দলের পরিবার ও সম্মানিত নাগরিকসহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান ও সর্বস্তরের জনগণকে ঈঈ শুভেচ্ছা ও অভিনন্দন।
সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিএনপির নেতৃবৃন্দরা বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক মানুষের জীবনে সুখ আর শান্তির বার্তা। তাই আমরা সকলে মিলে মিশে ঈদ উদযাপন করবো। ধনী, গরীব ঈদ আনন্দে সকলের সাথে মিলেমিশে সুখ ও দু:খের ভাগি হবো। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। আর এই উৎসব ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করে। সকলে সামাজিক ভেদাভেদ ভুলে সকল মুসলমান আনন্দ ভাগ করে নিবে। ঈদের উৎসব আমেজ কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সুন্দর সমাজ এবং দেশ গঠনে এক যুগে কাজ করবো। এই দিনে দেশের প্রতিটি গৃহে প্রবাহিত হউক মহান রাব্বুল আল আমিনের অফুরন্ত রহমত বরকতের অমীয় ধারা। এই কামনা প্রতিনিয়ত আমরা চিন্তা চেতনা এবং কর্মময় জীবনে লালন করবো। এটাই সকলের কাছে প্রত্যাশা রেখে আবার ঈদ মোবারক ও শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin