শিরোনাম
একাধিক মামলার আসামি শুটার হান্নান কারাগারে সিলেটে পরিবেশগত কারণে কোয়ারির ইজারা স্থগিত দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার  সীমান্ত এলাকা থেকে ১১টি ভারতীয় গরু আটক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন বিয়ানীবাজারে প্রতিবেশীর হামলায় একজন নিহত, আটক ১ সুনামগঞ্জের হাওর ও নদীগুলো খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি করে কৃষকদের বোরো ফসল রক্ষার জন্য ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানায় অভিযান; অস্ত্র-মাদক উদ্ধার; ৯ জন আটক ছাতকের হাওরে-হাওরে বোরো ধান কাটা মাড়াই-ঝাড়াইয়ের উৎসবে এখন কৃষকরা  ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হাওরে ধান কাটার যন্ত্র বিতরণ নিয়ে প্রতারণা ভর্তুকির অর্ধ কোটি টাকা আত্মসাত করে এক যন্ত্র বিতরণ করা হলো দুইজনের নামে!
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

হাসিনার বিচার যত দ্রুত হবে, তত দ্রুতই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে: এ্যানি

স্টাফ রিপোর্টার / ৩৭ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক;

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচন,সংস্কার ও শেখ হাসিনার বিচার নিয়ে কোন দলের সাথে মত বিরোধ নেই। সবাই এ বিষয়ে ঐক্যমতোর ভিত্তিতে কাজ করবে। স্বৈরাচার পতনের যেসব দল এক সাথে আন্দোলন ও সংগ্রাম করছে। তাদের সাথে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। কিন্তু হাসিনার বিচার নিয়ে কোন বিরোধ নেই। হাসিনার বিচার সবার আগে বিএনপি চায়, এখনো চাচ্ছে। গত ১৬ বছর হাসিনার অন্যায়ের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে। সর্বশেষ জুলাই আন্দোলনেও বিএনপি সংগ্রাম করেছে। এতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম, খুনের শিকার হয়েছে। কিন্তু এতো কিছুর পরেও এখনো হাসিনার বিচার শুরু হয়নি। বিচারের কথা বার বার বলা হচ্ছে। সেই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবী তোলা হচ্ছে। আমরা মনে করি এতো দিনে যদি হাসিনার বিচার শুরু করা হতো, তাহলে গুম, খুনের জন্য, জুলাই আন্দোলনে মানুষ হত্যা করার জন্য হাসিনা দোষী সাব্যস্ত হতো। কিন্তু হাসিনার বিচার এখনো শুরু হয় নি। তাই নিষিদ্ধের কথা না বলে, আগে হাসিনার বিচার শুরু করতে হবে। হাসিনার বিচার যত দ্রুত হবে, তত দ্রুতই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে।

 

শনিবার শহরের গোডাউন রোডস্থ বশির ভিলায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের আয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আওয়ামী দুঃশাসনের শিকার গুম, খুন পরিবার ও পঙ্গু নেতাকর্মীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

তিনি আরো বলেন, ফ্যাসিবাদকে আর বাংলাদেশের মাটিতে সুযোগ দেওয়া যাবেনা। হাসিনা গত ১৬ বছরে যে সকল অন্যায় করেছে, তার বিচার হতেই হবে। হাসিনার অন্যায়ে সাথে জড়িত তার সকল নেতাকর্মীদেরও বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনার অন্যায়ের সাথে যে সকল সরকারি কর্মকর্তারা জড়িত তাদেরকেও বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া বেশি। কারণ আমাদের আন্দোলনের ফসলই হচ্ছে এই সরকার। তাই এই সরকারের কাছে আমাদের চাওয়া হচ্ছে, হাসিনার বিচার ও দ্রুত একটি নির্বাচন। একদিকে হাসিনার বিচার চলবে অন্য দিকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। হাসিনার বিচার ও নির্বাচন না হলে স্বৈরাচার আবার মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠলে জাতীর জন্য দুঃখ আজে। তাই যত দ্রুত সম্ভব হাসির বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। সাথে সাথে একটি গ্রহণ যোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যেতে হব।

 

 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরো বলেন, হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির কত-শত নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, গুম, খুন হয়েছে, তার প্রমাণ আজকে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে অতীতেও নির্যাতন ও গুম, খুনের শিকার নেতাকর্মীদের পাশে ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে এবং জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পাশেও আছে। সারাদেশে বিএনপির নেতাকর্মীরা আমরা সবাই একই পরিবারের সদস্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে গুম-খুন হওয়া নেতাকর্মীদের পরিবারকে আরও বেশি সহযোগিতা করা হবে। পরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলের গুম, খুন পরিবার ও পঙ্গু নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী গণ-আন্দোলনে শহিদের পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন বিএনপি নেতারা।

এ সময় আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, সদর (পূর্ব) বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবীর স্বপন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুল আলম মামুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ