স্টাফ রিপোর্টার:
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ইউকে’র হবিগঞ্জ চ্যাপ্টারের উদ্যোগে ২৮ মার্চ শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দিস্থ বেতাপুরে নগদ অর্থ প্রদান করা হয়। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের লেস্টার শাখার উপদেষ্টা শাহ আশরাফ আলীর সভাপতিত্বে এবং ডাক্তার শাহ আজাদ আলী এর পরিচালনায় বক্তারা বলেন সমাজ সেবা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। তাদের সহায়তা কার্যক্রম সমাজের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের সকল মানবিক কার্যক্রমের জন্য বক্তারা আন্তরিক ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জিএসসি ইউকে হবিগঞ্জ চ্যাপ্টারের সহ-সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল, জিএসসি হবিগঞ্জ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক রুহল হাসান শরীফ, হবিগঞ্জ পল্লী বিদ্যুতের ডাইরেক্টর শাহ মোস্তাকিম আলী প্রিন্স, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সুহুল আমীন, প্লাটিনাম আইটির কর্ণধার সালেহ আহমদ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin