কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহুলের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তানভীর আহমেদ রাহুল এবং তার পরিবারকে জড়িয়ে ষড়যন্ত্র, অপপ্রচার ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পাঁচথুবী ইউনয়েনর সর্বস্তরের জনগনের আয়োজনে উক্ত মানববন্ধনে শতশত নারী পুরুষ অংশগ্রহ করেন।
কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন থেকে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভ শেষে বক্তাগন বলেন পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তানভীর আহমেদ রাহুল অত্যান্ত সততার সাথে দায়িত্ব পালন করে আসছে। তার আমলে আমরা সাধারণ জনগন ভালো আছি। তাকে ও তার পরিবারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করে আসছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin